মালদা

নির্বাচন কমিশন রাজ্য সরকারের হাতের পুতুল বলে আক্রমণ করলেন বিজেপি নেতা কৈলাশ বিজয় বর্গীয়

নির্বাচন কমিশনকে হাতের পুতুল তৈরি করেছে রাজ্য সরকার। আর সেই কারণেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক রায় দিচ্ছে আদালত। বুধবার সকালে নির্বাচনী প্রচারে মালদা থেকে দক্ষিণ দিনাজপুর যাওয়ার পথে এ কথা বলেন বিজেপি নেতা কৈলাশ বিজয় বর্গীয়। পাল্টা তোপ দাগেন তৃণমূলের হেভিওয়েট নেতা মদন মিত্র। তিনি বলেন, আদালত আদালতের রায় দেবে মানুষ মানুষের রায় আগেই দিয়ে দিয়েছে। এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তৃণমূল কংগ্রেস।

সরকার নির্বাচন কমিশনকে কাঠ পুতলি বানিয়ে রেখেছে। তবে সেই কারণেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক রায় দিচ্ছে আদালত। তবে সরকারের মনভাব নেই যে নির্বাচন সুষ্ট ভাবে সম্পন্ন হোক। 

      এদিনের এই রোড শোয়ের মাঝেই প্রাক্তন মন্ত্রী মদন মিত্র বলেন, হাই কোর্টের রায় বেরনোর আগেই মানুষের রায় বেড়িয়ে গেছে, মালদা জেলায় তৃণমূলের তুফান শুরু হয়েছে বলে তিনি মন্তব্য করেন।  

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/zv6jSIWn0hA